Apan Desh | আপন দেশ

লিড নিয়েও দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:২৫, ১০ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:২৮, ১০ আগস্ট ২০২৫

লিড নিয়েও দ. কোরিয়ার কাছে বড় হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত

শুধু এশিয়ায় নয়, বিশ্ব ফুটবলেরই অন্যতম শক্তিধর দল দক্ষিণ কোরিয়া। ফিফা র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৮৩ ধাপ এগিয়ে তারা। সে কোরিয়ার সঙ্গে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে প্রথম গোল করে লিডও নিয়েছিল বাংলার মেয়েরা। প্রথমার্ধে প্রতিপক্ষের সঙ্গে সমান তালে লড়াই করেছিল টাইগ্রেসরা। তবে বিরতির পর অগোছালো ফুটবলে শেষ পর্যন্ত ৬-১ গোলের বড় হার নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

রোববার (১০ আগস্ট) লাওসের ভিয়েনতিয়েনে বাংলাদেশের মেয়েরা বড় ব্যবধানে হেরেছে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। এ জয়ে গ্রুপ এইচ থেকে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে দ. কোরিয়া। অন্যদিকে ৩ ম্যাচ থেকে ২ জয়ে পাওয়া ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে খেলা শুরুর পর প্রথম আক্রমণ করেছে বাংলাদেশই। ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা প্রথম মুভেই গোলের সুযোগ রচনা করেছিলেন। কোরিয়ান গোলরক্ষক এগিয়ে আসায় অবশ্য সেটা আর হয়নি। তবে গোলের জন্য বাংলাদেশকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৫ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে বাংলাদেশ লিড নেয়।

কাউন্টার অ্যাটাকে সাগরিকা ও শান্তি মারডি নিজেদের মধ্যে বল দেয়া-নেয়া করে বক্সে প্রবেশ করেন। বক্সের বা দিক থেকে শান্তি বল বাড়ান। কোরিয়ান গোলরক্ষকের হাতের নিচ দিয়ে বল সামনে আগায়। ফাঁকায় দাঁড়িয়ে থাকা তৃষ্ণা রাণী টোকা দিয়ে বল জালে পাঠায়। মুহূর্তেই গ্যালারিতে থাকা বাংলাদেশি প্রবাসীরা আনন্দে মেতে ওঠেন।

আরওপড়ুন<<>>ভারতকে লজ্জায় ডুবিয়ে বড় জয় অস্ট্রেলিয়ার

তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলার মেয়েরা। তিন মিনিট পরই কোরিয়া খেলায় সমতা আনে। বাংলাদেশের হাই লাইন ডিফেন্স কোরিয়ার এক লং বলে পরাস্ত হয়। দ্রুতগতির কোরিযান ফরোয়ার্ডরা বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে বক্সে বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রাণীকে একা পেয়ে গোল করেন। ১-১ গোল নিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া আগ্রাসী ফুটবলে নাস্তানাবুদ হয় বাংলার মেয়েরা। ৬১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে অধিনায়ক চো হেং আগুয়ান গোলরক্ষক স্বর্ণাকে পরাস্ত করে গোল করেন। পরের গোলটিও একইভাবে হজম করে বাংলাদেশ।

৮৪ মিনিটের দিকে কোরিয়ান ফরোয়ার্ডকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কোরিয়ান অধিনায়ক পেনাল্টি থেকে স্কোরলাইন ৪-০ করেন। শেষ দশ মিনিটে আরও দুই গোল হজম করে বাংলাদেশ। এতে বড় হার সঙ্গী করেই মাঠ ছাড়তে হয় টাইগ্রেসদের। এর ফলে লাওসে ভিয়েনতিয়েনে বাংলাদেশের শেষটা হলো দুঃস্বপ্নের মতোই।

উল্লেখ্য, এএফসি অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টের বাছাইয়ে ৩২ দল আট গ্রুপে খেলছে। ৮ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা তিন রানার্স আপ আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ গ্রুপের রানার্সআপদের মধ্যে তিন নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। আজ গ্রুপের অন্য ম্যাচগুলোর ফলাফলের ওপর নির্ভর করছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ খেলা।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়