
নিতীশ কুমার রেড্ডি
ইংল্যান্ড সফরের তৃতীয় টেস্টের পরই ইনজুরিতে ছিটকে গেছেন ভারতীয় অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি। এরপরই তার জন্য এলো আরেকটি দুঃসংবাদ। নিতীশের বিরুদ্ধে পাঁচ কোটি রুপি চেয়ে মামলা করেছে তার সাবেক এজেন্ট সংস্থা। ২২ বছর বয়সী এ অল-রাউন্ডারের কাছে পাঁচ কোটি রুপি পাওনা থাকলেও সেটা দিতে রাজি হচ্ছেন না নিতীশ।
অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ চলার মাঝে বেঙ্গালুরু-ভিত্তিক প্রতিভা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন নিতিশ কুমার রেড্ডি। এরপর ভারতেরই এক ক্রিকেটারের ম্যানেজারের সঙ্গে চুক্তি সই করেন তিনি। সে ম্যানেজার ওই সফরে ভারতীয় দলের সঙ্গে ছিলেন।
দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করে সংস্থাটি জানিয়েছে, নিতিশ তার চুক্তি ভেঙেছেন। এমনকি সংস্থাটিকে প্রাপ্য টাকাও দেননি। আগামী ২৮ জুলাই মামলার শুনানি হবে। সংস্থা চাইছে, একজন স্বাধীন বিচারপতি নিয়োগ করে বিষয়টির মীমাংসা করা হোক। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি হাইকোর্ট।
আরওপড়ুন<<>>টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকের শঙ্কায় ভারত!
মাঠের বাইরেও নিতিশের সময়টা ভাল যাচ্ছে না। টেস্টে সুযোগ পাওয়ার পর অস্ট্রেলিয়া সফরে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কিন্তু আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ভালো খেলতে পারেননি। সে সময় চোটও ছিল তার। এরপর ইংল্যান্ড সফরের দলে সুযোগ পান। সেখানে দুটি টেস্ট খেললেও তেমন কিছু করতে পারেননি। হাঁটুর চোটের কারণে শেষ দুটি টেস্ট থেকে ছিটকে যান তরুণ এ ক্রিকেটার।
উল্লেখ্য, ২০২১ সালে স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেডের সঙ্গে নিতিশের চুক্তি হয়। তারপরই আইপিএলে ভালো খেলে গোটা বিশ্বের নজরে আসেন তিনি। সংস্থাটির মাধ্যমে একাধিক বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পান এ ক্রিকেটার।
বিভিন্ন সংস্থার সঙ্গে বাণিজ্যিক চুক্তিও হয়। ফলে নিতিশের কাছে কিছু টাকা পাবেন তারা। যা দিতে রাজি না হওয়ায় এ ক্রিকেটারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।