Apan Desh | আপন দেশ

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-শরিফুলের উন্নতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮:১৫, ১৬ জুলাই ২০২৫

আইসিসি র‍্যাঙ্কিংয়ে রিশাদের চমক, লিটন-শরিফুলের উন্নতি

রিশাদ-লিটন-শরিফুল। ছবি- সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ২২ রানের জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। বুধবার (১৬ জুলাই) তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এদিকে, সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে ভালো করায় সুখবর পেলেন চার টাইগার তারকা। এরা হলেন, লেগ স্পিনার রিশাদ হোসেন,অধিনায়ক লিটন কুমার দাস, ওপেনার পারভেজ হোসেন ইমন ও পেস বোলার শরিফুল ইসলাম।

ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দলের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানে ৩ উইকেট নেন রিশাদ। সিরিজের প্রথম ম্যাচে তার শিকার ছিল ১ উইকেট। দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৩ রেটিং পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছেন এ লেগ স্পিনার।

আরওপড়ুন<<>>২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ, স্টার্কের বিশ্বরেকর্ড

দ্বিতীয় ম্যাচে একাদশে ফেরা শরিফুল ইসলাম ১২ রানে ২ উইকেট নেয়ায় ২০ ধাপ এগিয়ে ৪৮২ রেটিং নিয়ে এখন ৫৭ নম্বরে। তাবে তার আগে ২৬ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান। ৪ ধাপ পিছিয়ে শেখ মেহেদি হাসান ২৫ ও তাসকিন আহমেদ আছেন ২৯ নম্বরে। বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

অপরদিকে, টাইগার অধিনায়ক লিটন দাস দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলে ৭ ধাপ এগিয়েছেন। ৫৪১ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৪৪ নম্বরে।

এছাড়া সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলা পারভেজ হোসেন ইমন ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন। ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। সেরা তিনের অপর দুজন ভারতের তরুণ ব্যাটসম্যান আভিশেক শার্মা ও তিলক ভার্মা। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে শীর্ষে আরেক ভারতীয় তারকা হার্দিক পান্ডিয়া।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়