Apan Desh | আপন দেশ

সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫, ১৪ জুলাই ২০২৫

সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ার পর থেকেই আলোচনায় রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনে এমপি নির্বাচিত হন তিনি। এরপর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হওয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফিরছেন না বলে গুঞ্জন চলছে।

সাকিবের বিরুদ্ধে মামলা থাকায় তিনি গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। এমন অবস্থায় তার দলে ফেরা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশ্বসেরা এ অলরাউন্ডারের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।

আরওপড়ুন<<>>যুব এশিয়া কাপ হকিতে পদক জয় মেয়েদের

এক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এ আলোচনা (ক্রিকেটের বাইরের) গুলো গেল দুই বছর ধরেই চলছে। এ তথ্যটা আসলে গুজব কি না আমি জানি না। তবে আমি তো বোর্ডের সভাপতি, সে হিসেবে এটা আমি জানি না।

এর আগে শনিবার (১২ জুলঅই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলছিলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে...।

তিনি আরও বলেন, আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এ বিষয়টি দেখবে।

আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়