Apan Desh | আপন দেশ

ইতালিয়ান ওপেন জিতে পাওলিনির ইতিহাস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৪, ১৮ মে ২০২৫

ইতালিয়ান ওপেন জিতে পাওলিনির ইতিহাস

জেসমিন পাওলিনি

অবশেষে দীর্ঘ চল্লিশ বছর পর ইতালিয়ানদের আক্ষেপ দুর করছেন জেসমিন পাওলিনি। প্রথম ইতালিয়ান নারী হিসেবে ইতালিয়ান ওপেনের নারী এককের শিরোপা জিতলেন ২৯ বছর বয়সী এ তারকা। সরাসরি সেটে কোকো গাউফকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এ ইতালিয়ান। 

রোমের ফোরো ইতালিকোতে স্বাগতিক দর্শকদের অকুণ্ঠ সমর্থন পেয়েছেন জেসমিন। উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লাও। জেসমিন অবশ্য স্বাগতিক দর্শকদের হতাশ করেননি। যুক্তরাষ্ট্রের তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন। 

গত ফ্রেঞ্চ ওপেন ও উইম্বডনেই চমক দেখান জেসমিন পাওলিনি। দুটি টুর্নামেন্টে অপ্রত্যাশিত ফাইনালিস্ট ছিলেন তিনি। ইতালিয়ান ওপেন জিততে সময় নিয়েছেন ১ ঘণ্টা ২৯ মিনিটের মতো। 

২৯ বছর বয়সী জেসমিন পাওলিনি ১৯৮৫ সালে রাফায়েলা রেজ্জির পর প্রথম ইতালিয়ান নারী হিসেবে এ টুর্নামেন্টে শিরোপা জিতেছেন। ১৯৩০ সালে টুর্নামেন্ট চালুর পর অবশ্য ইতালিয়ান কেউ এ শিরোপা ঘরে তুললেন চতুর্থবার। তাই আবেগাক্রান্ত হয়ে পড়েন তিনি, মনে হচ্ছে না এটা বাস্তব। হাতে ট্রফি নিয়ে দাঁড়ানো অবিশ্বাস্য মনে হচ্ছে। আমি ভীষণ আবেগ আপ্লুত।

জেসমিনের কাছে এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু, ছোটবেলায় এখানে টুর্নামেন্ট দেখতে এসেছিলাম। আজ নিজেই ট্রফি তুলছি, এটা স্বপ্নের চেয়েও বেশি কিছু।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়