Apan Desh | আপন দেশ

আইসিসির মাসসেরা মিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ১৪ মে ২০২৫

আপডেট: ১৬:২১, ১৪ মে ২০২৫

আইসিসির মাসসেরা মিরাজ

মেহেদী হাসান মিরাজ

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসসেরার পুরস্কার জিতলেন মেহেদী হাসান মিরাজ। এ লড়াইয়ে তিনি পেছনে ফেরেছেন ম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্সকে। সবশেষ জিম্বাবুয়ে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফেরম্যান্সের পুরস্কার হাতে নাতে পেলেন তিনি। 

বুধবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। ক্যারিয়ারে প্রথমবার আইসিসির মাস সেরার পুরস্কার জিতলেন মিরাজ। এর আগে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমও মাসসেরা হয়েছিলেন। 

মাস সেরা হওয়ার পর মিরাজ বলেন, আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারটি জেতা একটি অসাধারণ সম্মান। আইসিসি অ্যাওয়ার্ডস যে কোনো ক্রিকেটারের জন্য চূড়ান্ত স্বীকৃতি, আর এটি যখন বৈশ্বিক ভোটের মাধ্যমে আসে, তখন তা আমার জন্য অনেক বেশি মূল্যবান।

আরও যোগ করেন, এমন মুহূর্তগুলো আমাকে আমার যাত্রার কথা মনে করিয়ে দেয় — ২০১৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়  হিসেবে নাম আসা ছিল আমার ক্যারিয়ারের শুরুতেই একটি বড় উৎসাহ, আর এই পুরস্কারটিও ততটাই বিশেষ। আমি সত্যিই আনন্দিত। এ পুরস্কারটি আমার জন্য একটি বড় অনুপ্রেরণা হবে যেন আমি আরও ভালো পারফর্ম করতে পারি এবং বিশ্ব মঞ্চে বাংলাদেশের সফলতার জন্য নিয়মিতভাবে অবদান রাখতে পারি।

মিরাজ বলেন, একজন ক্রিকেটার হিসেবে আমরা স্বপ্ন দেখি যেন মাঠে প্রভাব ফেলতে পারি এবং আমাদের ভক্তদের আনন্দ দিতে পারি। আইসিসির এ স্বীকৃতি আমাকে আরও পরিশ্রম করতে এবং ধারাবাহিকভাবে দেশের হয়ে ভালো খেলতে অনুপ্রাণিত করে। আমি আমার সতীর্থদের, কোচদের এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই — এ পুরস্কার তাদের সবারও প্রাপ্য।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়