
ভারত-পাকিস্তান খেলার ছবি
ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ আয়োজন হচ্ছে না প্রায় এক যুগ ধরে। এশিয়া কাপ ও আইসিসি ইভেন্টে শুধু মুখোমুখি হওয়ার সুযোগ পায় এ দুই দল।
দুই দেশের ক্রিকেট সম্পর্ক ছিন্ন করতে বললেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল বন্দুকধারীদের অতর্কিত হামলার ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে।
সিন্ধু চুক্তি বাতিল, ভারত-পাকিস্তানের আটারি-ওয়াগা সীমান্ত বন্ধসহ দুই দেশে কুটনৈতিক নিয়োগও সীমিত করা হয়েছে।
ক্রিকেটপ্রেমীরা হয়তো ভেবেছেন ক্রিকেটের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক কিছুটা হলেও ঠিক করা যেতে পারে। কিন্তু কোচ গম্ভীরের কথাতে আশানুরূপ কিছু পাওয়া যায়নি।
দিল্লিতে এবিপি গ্রুপের এক অনুষ্ঠানে নিরপেক্ষ ভেন্যুতে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ আয়োজনের ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতীয় কোচ বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি বলব একেবারেই না (নিরপেক্ষ ভেন্যুতে ক্রিকেট প্রসঙ্গে)। এমনটা (সন্ত্রাসী হামলা) বন্ধ না হওয়া পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কোনো কিছুই হওয়া ঠিক নয়।’
২০০৮ এশিয়া কাপের পর থেকে পাকিস্তানে যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। মূলত ভারত সরকারের থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পাচ্ছে না সবুজ সংকেত।
যার ফলে ২০২৩ এশিয়া কাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি-এ দুই ইভেন্টের আয়োজক হলেও হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে।
২০২৩ এশিয়া কাপে রোহিত শর্মা-বিরাট কোহলিরা খেলেছেন শ্রীলঙ্কায়। আর এ বছরের চ্যাম্পিয়নস ট্রফি ভারত খেলেছে সংযুক্ত আরব আমিরাতে।
পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্কের কী পরিণতি হবে, সেটা সময় বলে দেবে। তবে গম্ভীর সবকিছু ছেড়ে দিলেন ভারত সরকারের ওপর। ভারতীয় কোচ বলেন, ‘পাকিস্তানের সঙ্গে খেলব কি খেলব না, সেই সিদ্ধান্ত ভারত সরকারের। আগেও বলেছি, আবারও বলছি, ভারতীয় সৈন্য ও ভারতীয় নাগরিকের জীবনের দাম ক্রিকেট কিংবা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি।’
এ বছর টি-টোয়েন্টি সংস্করণে হবে এশিয়া কাপ। আর আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে কিনা, এটার ব্যাপারে সরকারের কোর্টে বল ঠেলে দিলেন গম্ভীর।
ভারতের প্রধান কোচ বলেন,‘ম্যাচ পরেও হতে পারে। সিনেমাও তৈরি হবে। গায়ক-গায়িকারা হয়তো গান গাইবেন। তবে প্রিয়জন হারানোর বেদনার কাছে এগুলো কিছুই নয়। এটা আমার ওপর নির্ভর করছে না।
বিসিসিআই তো আছে। সরকারের সিদ্ধান্ত এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে খেলব কি না, সেটা সরকার সিদ্ধান্ত নেবে।’
গত বছর ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০২৭ পর্যন্ত আইসিসির যত ইভেন্টের আয়োজক ভারত-পাকিস্তান হবে, সেগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে।
অর্থাৎ, তারা কেউ একে অপরের দেশে ক্রিকেট খেলতে যাবে না।
আপন দেশ/আরআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।