Apan Desh | আপন দেশ

আজ সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৩, ৭ এপ্রিল ২০২৫

আজ সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল

তামিম ইকবাল: ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া হচ্ছে তামিম ইকবালকে। সবকিছু ঠিক থাকলে সোমবার (০৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তামিমের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন দেশের সর্বকালের অন্যতম সেরা এ ওপেনার। সেখানে পরামর্শ নেয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তামিম ইকবাল।

উন্নত চিকিৎসার জন্য শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে গিয়েছিলেন তামিম ইকবাল। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে। তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।

দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে ঈদের আগে বাসায় ফেরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

আপন দেশ/জেডআই
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়