Apan Desh | আপন দেশ

‘হার্ট অ্যাটাকের পর তামিমকে ধূমপান বন্ধ করতে বলা হয়েছে’

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৭:৪৩, ২৭ মার্চ ২০২৫

‘হার্ট অ্যাটাকের পর তামিমকে ধূমপান বন্ধ করতে বলা হয়েছে’

তামিম ইকবাল ও শাহাবুদ্দিন তালুকদার।

ডিপিএল-এর একটি ম্যাচ খেলতে গিয়ে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তামিম ইকবাল। চিকিৎসাধীন অবস্থায় তাকে হার্টে রিং পরানো হয়। বর্তমানে কেপিজে থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন এ সাবেক অধিনায়ক।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তামিমের অবস্থা এখন উন্নতির দিকে। ঈদের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। তবে চিকিৎসকরা বলেছেন, তামিমের ধূমপান অভ্যাস তার স্বাস্থ্যের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।

তামিমের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, তামিম ধূমপানে অভ্যস্ত। যা তার হার্টের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাকে সম্পূর্ণ ধূমপান ছাড়তে বলা হয়েছে।

আরও পড়ুন>>>জুনে ফেরার বার্তা দিয়ে ঢাকা ছাড়লেন হামজা

তিনি আরও বলেন, প্রথমে তামিম ভেবেছিল, ধূমপান ছাড়া সম্ভব নয়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পেরেছে। এখন নিকোটিন প্যাচ ও গাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভেপ ব্যবহারেও আমরা অনুমতি দিইনি। কারণ সেটা ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

চিকিৎসকরা আরও জানিয়েছেন, তামিমের জন্য ওজন নিয়ন্ত্রণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য দীর্ঘমেয়াদী সুস্থতা নিশ্চিত করতে ধূমপান ছাড়ানোর পাশাপাশি সঠিক জীবনযাপনে গুরুত্ব দিতে হবে।

এভারকেয়ার হাসপাতালের মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর আরিফ মাহমুদ জানিয়েছেন, তামিম এখন অনেকটাই সুস্থ। তামিম ভালো আছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। আজ তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে। সেখানে এক-দুই দিন পর্যবেক্ষণে রাখা হবে। এরপর তিনি বাসায় ফিরতে পারবেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়