Apan Desh | আপন দেশ

মালানের সঙ্গে কী হয়েছিল, জানালেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ২০ জানুয়ারি ২০২৫

মালানের সঙ্গে কী হয়েছিল, জানালেন তামিম

বিপিএলের একটি ম্যাচে তামিম ইকবাল ও ডেভিড মালান

কথা ছিল বিপিএল খেলে জাতীয় দলের ফেরার প্রস্তুতি নিবেন দেশের অন্যতম সেরা ক্রিকেটার তামিম ইকবাল। সে অনুযায়ী টুর্নামেন্টটির একাদশ আসরে খেলছিলেন এ ড্যাশিং ওপেনার। সে সঙ্গে ঘনিয়ে আসছিল চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার সময়। নির্বাচকদের সঙ্গে বৈঠকে দু’দিন সময় চেয়ে নেন তামিম। এরপর সবাইকে অবাক করে জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দেন সাবেক টাইগার অধিনায়ক। তবে এবারের বিপিএলে খেলা ছাপিয়ে অন্য মেজাজে শিরোনাম হচ্ছেন তামিম।

গত ৩০ ডিসেম্বর মাঠে গড়িয়েছে একাদশ বিপিএল। তারপর থেকে প্রায় প্রতি ম্যাচেই আলোচনায় থাকছেন তামিম। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলসের সঙ্গে ঝগড়ার ব্যাপারটা নিয়ে সরগরম এখনো চারপাশ। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গেও ঝামেলা হয়েছিল। এবার ফরচুন বরিশাল অধিনায়ক জড়ালেন নতুন বিতর্কে!

রোববার (১৯ জানুয়ারি) চট্টগ্রামের মাঠে চিটাগাং কিংসের বিপক্ষে ওপেনার ডেভিড মালানের সঙ্গে তার কিছু একটা হয়েছে দেখা গেল। তার সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন তামিম। এরপর তামিম কিছু একটা বলেন। আবার সতীর্থ মালানকেও কিছু বলতে দেখা যায়।

কী হয়েছিল বরিশালের এ দুই ক্রিকেটারের? এনিয়ে অনেকেই যখন কথা বলছেন তখন। তবে তামিম জানালেন বিস্তারিত। সোমবার (২০ জানুয়ারি) এনিয়ে ফেসবুক একটি পোস্ট দেন তিনি। তার অফিসিয়াল ফেসবুকে দেয়া পোস্টটি আপন দেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

তামিম ইকবাল লিখেছেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সে ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা