Apan Desh | আপন দেশ

লিটনের ব্যাটিং উপভোগ করছেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ১৫ জানুয়ারি ২০২৫

লিটনের ব্যাটিং উপভোগ করছেন তামিম

লিটন দাস ও তানজিদ তামিম

একের পর এক বাজে পারফরম্যান্সেনর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পাননি লিটন দাস। বাদ পড়ার দিনই ব্যাট হাতে জ্বলে উঠেছেন এ উইকেটকিপার ব্যাটার। বিপিএলে রেকর্ড গড়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। তারপর থেকেই প্রসংশায় ভাসছেন লিটন দাস।

তানজিদ হাসান তামিম জাতীয় দলের মতো ঢাকা ক্যাপিটালসেও লিটনের ওপেনিং পার্টনার। বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামে নিজ দলের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানে লিটন প্রসঙ্গে তামিম বলেন, ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।

জুনিয়র তামিমের প্রত্যাশা লিটন শিগগিরই ফিরবেন, আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো সব শটগুলো। 

ঢাকা ক্যাপিটালসকে নিয়ে তামিমের মন্তব্য, আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়