Apan Desh | আপন দেশ

ডি মারিয়ার চোখে সবচেয়ে বাজে কোচ লুইস ফন গাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ৩১ আগস্ট ২০২৪

ডি মারিয়ার চোখে সবচেয়ে বাজে কোচ লুইস ফন গাল

ফাইল ছবি

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আনহেল ডি মারিয়া নিজের ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচ নিয়ে কথা বলেছেন। ক্যারিয়ারের সবচেয়ে বাজে কোচের নাম লুইস ফন গাল।

২০২২ কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা–নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে, ফন গালকে তাদের মনে থাকার কথা। ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্‌যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সে ম্যাচকে।

আলোচিত–সমালোচিত সে ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। সম্প্রতি ইএসপিএনকে দেয়া এক সাক্ষাৎকারে ফন গালকে নিয়ে বেশ খোলামেলা কথা বলেছেন বিশ্বকাপজয়ী এ আর্জেন্টাইন তারকা। ডি মারিয়ার ভাষায়, সবচেয়ে বাজে কোচ হচ্ছে ফন গাল, এ বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি কোনো সন্দেহ থাকে তবে আমি বিষয়টা পরিষ্কার করে দিলাম।

ফন গালকে নিয়ে এবারই প্রথম নয়, ২০২১ সালেও একই ধরনের কথা বলেছিলেন আর্জেন্টাইন নাম্বার ইলেভেন। এ সময়ে অন্য কোচদের নিয়ে আলাপে ডি মারিয়াকে জিজ্ঞেস করা হয় লিওনেল স্কালোনিকে নিয়ে। বিশ্বকাপজয়ী এ কোচকে ‘অন্যতম সেরাদের একজন’ বলেন দাবি করেন বিশ্বকাপ জয়ী এ তারকা।

আর আর্জেন্টিনার প্রয়াত সাবেক কোচ আলেসান্দ্রো সাবেলাকে নিয়ে বলেন, আমার ওপর তার অনেক প্রভাব ছিল। এরপর কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে নিয়েও কথা বলে ডি মারিয়া। কোচ ম্যারাডোনাকে নিয়ে বলেন, আমি তাকে কোচ হিসেবে দেখি না। সে আমার কাছে একজন বন্ধু ছিল। একজন বন্ধু, ভাই এবং বাবার মতো ছিল। অন্য কিছুর চেয়ে বাবাই বলবো। সে আমাকে সামনে এগোতে সহায়তা করেছে। আমাকে নিয়ে যত বেশি সমালোচনা হয়েছে, সে আমাকে তার চেয়ে বেশি সমর্থন দিয়েছে। সে আমার কাছে সবকিছু ছিল। আমি আগেও বলেছি, লিও মেসি সর্বকালের সেরা। কিন্তু ডিয়েগো হচ্ছে ডিয়েগো। আমার জন্য, আর্জেন্টিনার জন্য এবং বিশ্বের জন্য।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়