Apan Desh | আপন দেশ

বিটিসিএল আনছে নতুন মোবাইল সিম, যেসব সুবিধা পাবেন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:২৫, ৮ অক্টোবর ২০২৫

বিটিসিএল আনছে নতুন মোবাইল সিম, যেসব সুবিধা পাবেন

সংগৃহীত ছবি

দেশের সরকারি টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএল (BTCL) নতুন ইতিহাস গড়তে চলেছে। তারা প্রথমবারের মতো নিয়ে আসছে ট্রিপল-প্লে ও কোয়াড-প্লে সেবা। এ সেবার মাধ্যমে গ্রাহকরা একসঙ্গে অনেক সুবিধা পাবেন। এর মধ্যে আছে ভয়েস, ডেটা, ডিভাইস ও বিনোদন সুবিধা।

MVNO মডেল: নতুন মোবাইল সিম

বিটিসিএল এখন মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) হিসেবে কাজ করবে। MVNO-এর নিজের কোনো নেটওয়ার্ক অবকাঠামো লাগে না। তারা অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে নিজস্ব ব্র্যান্ডে সেবা দেয়।

নতুন নীতির কারণে বিটিসিএল এখন MVNO সিম বাজারে আনতে পারবে। এ সিমের মাধ্যমে গ্রাহকরা সাধারণ মোবাইল ভয়েস কল করতে পারবেন।

আনলিমিটেড ভয়েস সুবিধা

বিটিসিএল তাদের 'Alap' অ্যাপের আপডেট ভার্সনও আনবে। এ অ্যাপ হলো IP Phone ভিত্তিক ভয়েস কলিং অ্যাপ। গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোন থেকে কল করতে পারবেন।

সবচেয়ে বড় সুবিধা হলো- শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল। এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য খুব বড় সুবিধা দেবে। এটি মোবাইলে কথা বলার খরচ অনেক কমিয়ে দেবে।

আনলিমিটেড ডেটার নিশ্চয়তা

ইন্টারনেট এখন খুব দরকারি। কিন্তু অনেক গ্রাহক সীমিত ডেটা প্যাক ব্যবহার করেন। এ সমস্যা দূর করতে বিটিসিএল তাদের জীপন (ISP সেবা) এর মাধ্যমে গ্রাহকদের আনলিমিটেড ডেটা দেবে। এর ফলে মাসের মাঝখানে আর ডেটা শেষ হবে না। অতিরিক্ত চার্জের ঝামেলাও থাকবে না। জীপন হবে ট্রিপল-প্লে সেবার ইন্টারনেট মেরুদণ্ড।

কিস্তিতে স্মার্টফোন: সহজ হবে ডিজিটাল যাত্রা

নিম্নবিত্তদের জন্য স্মার্টফোন কেনা কঠিন। এ সমস্যা সমাধানে বিটিসিএল আনছে কিস্তিতে ফোন কেনার সুবিধা।

  • গ্রাহকরা মাত্র ৫০০ টাকা মাসিক কিস্তিতে এক বছরের জন্য স্মার্টফোন পাবেন।

  • শুরুতে দিতে হবে সামান্য কিছু ডিপোজিট।

বিটিসিএল স্থানীয় উৎপাদকদের সঙ্গে আলোচনা করেছে। তারা এ দামে মানসম্মত স্মার্টফোন দিতে পারবে। এটি প্রান্তিক মানুষদের ডিজিটাল জীবন সহজ করবে।

OTT বিনোদন ও পাইরেসি রোধ

কোয়াড-প্লে সেবার আরেকটি অংশ হলো OTT প্ল্যাটফর্ম সাবস্ক্রিপশন।

  • প্রথমেই গ্রাহকরা Bongo, Chorki ও Hoichoi-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে আনলিমিটেড প্রবেশাধিকার পাবেন।

  • ভবিষ্যতে Netflix বা Amazon Prime যুক্ত হওয়ার সম্ভাবনা আছে।

বিটিসিএল বৈধ পথে কনটেন্ট সহজে অ্যাক্সেসযোগ্য করবে। এতে অবৈধ ডাউনলোড বা পাইরেসি অনেকটা কমবে। দেশের ডিজিটাল বিনোদন শিল্প এতে এগিয়ে যাবে।

এ উদ্যোগ কেন গুরুত্বপূর্ণ?

বিটিসিএলের এ উদ্যোগ দেশের টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন আনবে।

  • ডিজিটাল বিভাজন কমবে: গ্রামের বা কম আয়ের মানুষ সহজে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

  • খরচ কমবে: আনলিমিটেড ভয়েস ও ডেটা সুবিধা মাসিক খরচ কমাবে।

  • পাইরেসি কমবে: বৈধ ও সাশ্রয়ী OTT সাবস্ক্রিপশন পাইরেসি কমাবে।

গ্রাহকদের কিছু জরুরি তথ্য

  • MVNO সেবা চালু: অক্টোবর মাসের কোনো এক সময় বিটিসিএল বিস্তারিত ঘোষণা দেবে। তখনই সময়সীমা জানা যাবে।

  • আনলিমিটেড ভয়েস: এটি শর্তসাপেক্ষে হবে। তবে দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

  • স্মার্টফোনের মান: ফোনগুলো এন্ট্রি-লেভেলের হবে। কিন্তু দৈনন্দিন কাজের জন্য পুরোপুরি উপযোগী হবে।


আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়