Apan Desh | আপন দেশ

বাজারে এলো নতুন আইফোন ১৭, জানুন দাম

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

বাজারে এলো নতুন আইফোন ১৭, জানুন দাম

ছবি: সংগৃহীত

স্মার্টফোন দুনিয়ায় নতুন করে ঝড় তুলতে আবারও হাজির হলো অ্যাপল। বাজারে এসেছে প্রতিষ্ঠানটির বহুল প্রতীক্ষিত আইফোন সিরিজের নতুন চারটি মডেল।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উন্মোচিত হয় আইফোন সেভেনটিন, সেভেনটিন প্রো, প্রো ম্যাক্স এবং এয়ার। অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক নিজেই নতুন এ ডিভাইসগুলো সবার সামনে তুলে ধরেন।

আগের মডেলের তুলনায় নতুন ফোনগুলোর ডিসপ্লে বড় হবে আকারে। এছাড়া ক্যামেরার মানের ক্ষেত্রে আগের মডেলগুলোর তুলনায় পরিবর্তন আনা হয়েছে। আরও দীর্ঘস্থায়ী ব্যাটারির পাশাপাশি দ্বিগুন হবে স্টোরেজ। আগের প্রজন্মগুলোর ২৫৬ গিগাবাইটের বদলে যা হবে ৫১২ গিগাবাইট।

আরওপড়ুন<<>>বাতাস থেকে পাওয়া যাবে খাবার পানি!

তবে সবচেয়ে বেশি আলোচনা তৈরি করেছে আইফোন এয়ার। মাত্র ৫.৬ মিলিমিটার পুরুত্বের এ ফোনটি তৈরি করা হয়েছে বিশেষ ধরনের স্পেসক্রাফট টাইটানিয়াম দিয়ে। ফলে এটি একদিকে যেমন পাতলা, তেমনি শক্তিশালী। সামনে ও পেছনের ক্যামেরার ব্যতিক্রমী ডিজাইনও এই মডেলকে সবার থেকে আলাদা করেছে।

আইফোন ১৭-এর দাম ধরা হয়েছে ৭৯৯ মার্কিন ডলার। আইফোন ১৭ প্রো-এর জন্য ১১শ’ ডলার এবং প্রো-ম্যাক্সের জন্য গুনতে হবে ১,২০০ ডলার। আইফোন এয়ারের মূল্য ধরা হয়েছে ১ হাজার ডলার।

চারটি মডেলই আগামী ১৯ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে বাজারে। নতুন লাইনআপের এয়ার মডেলটি হবে আল্ট্রা স্লিম। এছাড়াও অ্যাপল ওয়াচ এবং এয়ারপডস প্রো-এর নতুন মডেলও উন্মোচন করেছে অ্যাপল। সূত্র: সিএনএন 

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়