Apan Desh | আপন দেশ

৬ মাসেই কোরআন মুখস্থ ৯ বছরের হাসানের

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫৪, ৩ নভেম্বর ২০২৫

৬ মাসেই কোরআন মুখস্থ ৯ বছরের হাসানের

শিশু মুহাম্মাদ হাসান

অবিশ্বাস্য এক অর্জনে সবার দৃষ্টি কাড়লেন শিশু মুহাম্মাদ হাসান। মাত্র ছয় মাস আট দিনে পবিত্র কোরআন মুখস্থ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ৯ বছর বয়সী এ হাফেজ।

সোমবার (০৩ নভেম্বর) সকাল ১০টায় শেষ সবকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার হিফজুল কোরআন সম্পন্ন হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা আবেগঘন পরিবেশে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

মুহাম্মাদ হাসানের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে। বাবা শওকত হাওলাদার একজন ফল ব্যবসায়ী। দুই বোনের একমাত্র ভাই ও পরিবারের সবচেয়ে ছোট সন্তান হাসান। নড়িয়া উপজেলার প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থী সে।

আরও পড়ুন<<>>জাতীয় নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

হাসানের বাবা শওকত হাওলাদার বলেন, ছোটবেলা থেকেই আমার ছেলেকে নামাজ ও কোরআনের পথে রাখতে চেয়েছি। আজ আল্লাহর রহমতে সে পুরো কুরআন মুখস্থ করেছে— এটি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের দিন। আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ।

তাহসিনুল কোরআন কওমি মাদ্রাসার মুহতামিম হাফেজ আবদুস সাত্তার বলেন, হাসান অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী ছাত্র। প্রতিদিন নিয়মিত অধ্যবসায়, সময়ানুবর্তিতা এবং কোরআনের প্রতি গভীর ভালোবাসার কারণেই সে এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করতে পেরেছে। এটি আল্লাহ তায়ালার এক বিশেষ অনুগ্রহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়