Apan Desh | আপন দেশ

সমাবেশে অস্ত্রসহ ২ জন আটক, জামায়াতের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:১৮, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:১৯, ২৩ জানুয়ারি ২০২৬

সমাবেশে অস্ত্রসহ ২ জন আটক, জামায়াতের উদ্বেগ

ছবি : আপন দেশ

ঢাকা-৭ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ দুইজন আটক করা হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। 

বিবৃতিতে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জামায়াত দাবি জানিয়ে আসছে।

তিনি আরও বলেন,  সরকার সে দাবিতে সাড়া দেয়নি। তফসিল ঘোষণার একদিন পরেই ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদীকে হত্যা করা হয়। সে হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এখন ফ্যাসিবাদবিরোধী নেতৃবৃন্দ ও নির্বাচনের প্রার্থীদের লক্ষ্যবস্তু করছে।

তিনি অভিযোগ করেন, দুটি শক্তি জাতীয় নির্বাচন ও গণভোট ভন্ডুল করতে গোপনে আঁতাত করছে।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য জিরো টলারেন্স নীতি গ্রহণ করে যৌথ বাহিনী দিয়ে অভিযান চালাতে হবে। এতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। তা না হলে জাতির প্রত্যাশিত নির্বাচন সম্পন্ন করা যাবে না।

আরও পড়ুন <<>> নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে : মির্জা ফখরুল

তিনি আরও বলেন, সব দলের জন্য সমান সুযোগ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কোনো প্রহসনমূলক বা ইঞ্জিনিয়ারড নির্বাচন জাতি মেনে নেবে না।

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে আবারও জুলাইয়ের মতো পরিস্থিতি ফিরে আসতে পারে বলেও তিনি সতর্ক করেন।

অন্যদিকে ঢাকা-৭ আসনে জামায়াত প্রার্থী হাজী হাফেজ এনায়েত উল্লাহ জানান, ব্যবসায়ী নেতাদের সঙ্গে তার নির্বাচনী সমাবেশে আওয়ামী লীগের লোগোযুক্ত গেঞ্জি পরা একজনসহ সন্দেহভাজন তিনজন ঘোরাঘুরি করছিল। তার দেহরক্ষীরা তাদের মধ্যে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছে ধারালো অস্ত্র পাওয়া যায়। সন্দেহভাজন অপরজন পিস্তলসহ পালিয়ে যায়। আটক দুইজনকে পরে পুলিশে সোপর্দ করা হয়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়