Apan Desh | আপন দেশ

ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:২৭, ১৮ জানুয়ারি ২০২৬

ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন: মির্জা ফখরুল 

ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) কতিপয় ঊর্ধ্বতন (সিনিয়র) কর্মকর্তাসহ মাঠ পর্যায়ের প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি ইসি ও প্রশাসনের কয়েকজন কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছি।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন নির্বাচনি এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি ও ওসিসহ দায়িত্বশীল কর্মকর্তারা একটি দলের পক্ষে ন্যক্কারজনকভাবে কাজ করছেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সবসময় ইসিকে সহযোগিতা করলেও দুর্ভাগ্যজনকভাবে আমরা লক্ষ করছি, কিছু ক্ষেত্রে কমিশন ‘বায়াসড’ বা পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা তাদের এ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার আহবান জানিয়েছি।  

আরও পড়ুন<<>>আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব রায় দেয়া হয়নি: সিইসি

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অভিযোগের তির তুলে ফখরুল বলেন, জামায়াতের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি কপি, বিকাশ ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। এটি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং একটি ক্রিমিনাল অফেন্স (ফৌজদারি অপরাধ)। আমরা এ বিষয়ে জরুরি পদক্ষেপ নিতে বলেছি। 

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঢাকা মহানগরীর বিভিন্ন আসনে জেতার জন্য একটি দল অনৈতিক কূটকৌশল অবলম্বন করছে। তারা ঢাকার বাইরের এলাকা থেকে ব্যাপক হারে ভোটার পরিবর্তন করে ঢাকায় অন্তর্ভুক্ত করেছে। এ ভোটার স্থানান্তরের বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করেছে বিএনপি। তিনি আরও বলেন, আচরণবিধি রক্ষায় আমাদের দলের চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করলেও অন্যান্য দলের প্রধানরা নিয়মিত আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালাচ্ছেন। 

পোস্টাল ব্যালট এবং প্রবাসী ভোটারদের ভোটদান প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তিনি দাবি করেন, ব্যালট পেপার মুদ্রণের ক্ষেত্রে কোনও একটি দলকে বিশেষ সুবিধা দেয়ার চেষ্টা করা হয়েছে। এটি পরিবর্তনের পাশাপাশি প্রতীক বরাদ্দের পরপরই যেন দায়িত্ব পালনকারী কর্মকর্তারা সঠিকভাবে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন, সে দাবিও জানান তিনি। 

কমিশনের ওপর আস্থা কতটুকু, ইসি নির্বাচন সুষ্ঠু করতে পারবে কিনা—এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি এ কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব, যদি তারা আমাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধান করে। তাদের চেষ্টা আছে, তবে ছোটখাটো যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো দ্রুত সংশোধন করতে হবে। 

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জাকরিয়া উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এনসিপি নির্বাচনে যাবে কিনা চিন্তাভাবনা করছে: আসিফ শিক্ষাপ্রতিষ্ঠানে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার নির্দেশ দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার থাকা উচিত: জাইমা রহমান নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান তিন কারণে নির্বাচন কমিশনে অবস্থান ছাত্রদলের শেখ হাসিনা-টিউলিপসহ ১৮ জনের মামলার রায় ২ ফেব্রুয়ারি সামাজিক মাধ্যমে ট্রাম্পকে ছাড়িয়ে গেলেন তারেক রহমান বিকেলে সিইসির সঙ্গে বৈঠকে বসছেন মির্জা ফখরুল নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল শুনানি ৩ দিন যেসব এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না বাংলাদেশের সঙ্গে গ্রুপ পাল্টাতে রাজি না আয়ারল্যান্ড গ্রিনল্যান্ড দখলে বাঁধা, আট দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের