Apan Desh | আপন দেশ

আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনযাত্রা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২২:০৬, ১৩ জানুয়ারি ২০২৬

আসছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম জনযাত্রা

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের অংশগ্রহণে জনযাত্রা (পিপলস মার্চ) নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করতে যাচ্ছে। 

প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।

জানা গেছে, এনসিপির সাবেক যুগ্ম আহবায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এ প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এতে যুক্ত হচ্ছেন। 

আরও পড়ুন<<>>আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম

উদ্যোক্তাদের ভাষ্য, তাদের লক্ষ্য হচ্ছে দেশে একটি ভিন্নধর্মী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রভিত্তিক রাজনীতির ভিত্তি গড়ে তোলা। নির্বাচনের আগে অন্তত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এটি একটি প্ল্যাটফর্ম হিসেবেই সক্রিয় থাকবে। এ সময়ের মধ্যে নীতি সংলাপ, নাগরিকদের সংগঠিত করা, সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেয়া এবং তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তারের ওপর জোর দেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যে এ প্ল্যাটফর্মকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

এর আগে রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক রূপরেখা চূড়ান্ত করা হবে। বর্তমানে গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলমান রয়েছে।
এ উদ্যোগের পেছনে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা নীতিগত দিকনির্দেশনা দেবেন, আর সামনের সারিতে নেতৃত্ব দেবেন তরুণরা, এমন ধারণাই পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু নতুন প্ল্যাটফর্মের বিষয়ে এসব তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে এনসিপির সাবেক যুগ্ম আহবায়ক অনিক রায় জানান, প্ল্যাটফর্মটি এখনও সংগঠনের পর্যায়ে রয়েছে। নির্দিষ্ট সময় হলে আরও অনেক মানুষ যুক্ত হবেন এবং তখনই আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের একাধিক সমন্বয়ক, নির্বাচিত ছাত্র সংসদের নেতারা এবং জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীরাও এ নতুন রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আমাকে শেষ চার মাস কাজ করতে দেয়া হয়নি: মাহফুজ আলম সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের সোনার দাম সর্বকালের সর্বোচ্চ ইরানে বিক্ষোভে প্রাণহানি প্রায় ২ হাজার বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি মোবাইল ফোন আমদানিতে বড় সুখবর তরুণদের উদ্যোক্তা হওয়া জরুরি: প্রধান উপদেষ্টা নিজ নাগরিকদের ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র ঢাকার তাপমাত্রা কেমন কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস রোদের মধ্যেও শৈত্যপ্রবাহ বইছে যে জেলায় ‘যুক্তরাষ্ট্র চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান’ আজ থেকে রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, বাজারদর জেনে নিন