Apan Desh | আপন দেশ

দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৬, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের মাটির স্পর্শ নিলেন তারেক রহমান

ছবি সংগৃহীত

প্রায় ১৮ বছরের নির্বাসন ভেঙে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বেরিয়ে প্রথমেই খোলা জায়গায় জুতে খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার ( ২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে বেরিয়ে এসে খোলা জায়গায় জুতে খুলে দেশের মাটি আর শিশির ভেজা ঘাসের স্পর্শ নেন তারেক রহমান।

এ সময় এক টুকরো মাটি হাতে নিয়ে মাতৃভূমির স্পর্শ নিতে দেখা যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে।

এরপর লাল-সবুজ পতাকার রঙে সাজানো একটি বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের পথে রওনা হন তিনি। সেখানে তাকে সংবর্ধনা দেয়ার বড় আয়োজন হয়েছে। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয়েছে জনসমুদ্রে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়