Apan Desh | আপন দেশ

শেখ হাসিনার কারণেই বেগম জিয়ার এই অসুস্থতা : রিজভী

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১২:৪১, ৩ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৫৬, ৩ ডিসেম্বর ২০২৫

শেখ হাসিনার কারণেই বেগম জিয়ার এই অসুস্থতা : রিজভী

বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কারণেই  বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই অসুস্থতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (০৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘যারা হত্যাযজ্ঞ করে তত্ত্বাবধায়ক সরকার এনেছিল, তারাই ক্ষমতায় এসে সেটা বাতিল করেছে। জনগণের ওপর বিশ্বাস না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছেন শেখ হাসিনা। অথচ ১৯৯৫-৯৬ সালে বাস-ট্রাক পুড়িয়ে মানুষ হত্যা করে তত্ত্বাবধায়ক সরকারে দাবি তুলেছিলেন তিনি।’

অসুস্থ খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে সবাই তার সুস্থতার জন্য দোয়া করছেন। এই বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, ‘যিনি (খালেদা জিয়া) নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করেননি। তার প্রতি সবার ভালোবাসা থাকবেই। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি।’

আরও পড়ুন : অল্পের জন্য প্রাণে বাঁচলেন রাশেদ খান

তিনি আরও বলেন, “কখনো কখনো অন্যায় আবদার তুলে দাবি করা হয়েছে, দেশের স্বার্থে বেগম জিয়া মেনে নিয়েছেন। কোনো মানুষ যেন হত্যা না হয়, সেজন্য ৯৬’র ফেব্রুয়ারিতে সরকার গঠন করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।”

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়