গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি : সংগৃহীত
বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে ৮টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।
পোস্টে রাশেদ খানা লিখেছেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতবেগে আসার ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারতো।’
আরও পড়ুন : গুমের মামলায় ট্রাইব্যুনালে ১০ সেনা কর্মকর্তা
তিনি আরও লিখেছেন, ‘মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































