ছবি: আপন দেশ
বিএনপি-জামায়াতের বিভক্তির কারণে মাঠে নামার সুযোগ পাচ্ছে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
জুলাই সনদে কৃষক বঞ্চনা ও ন্যায্যতার প্রশ্ন নিয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর রূপায়ন টাওয়ারে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।
নাসিরুদ্দিন পাটোয়ারীর মতে, জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. মুহাম্মদ ইউনুস জারি না করলে ভবিষ্যতে এর নৈতিক ভিত্তি থাকবে না।
আরও পড়ুন<<>>প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন
দলটির যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার বলেছেন, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। রাষ্ট্রপতি জারি করলে জুলাই সনদের কুলখানি করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামাী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সরোয়ার তুষার বলেন, এনসিপির নেতাকর্মীরা লকডাউনকে লীগডাউনে পরিণত করেছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































