Apan Desh | আপন দেশ

জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ১৩ নভেম্বর ২০২৫

জনগণ আ.লীগকেই লকডাউন দিয়ে রেখেছে: রিজভী

ছবি: আপন দেশ

জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে, আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উল্টো জনগণকে লকডাউন দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ০৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিডিও কনটেন্ট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, লকডাউন দেয়া হয় করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে, যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

আরও পড়ুন<<>>সংসদ নির্বাচনের দিনেই গণভোট: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগ জনগণের ওপর চোরাগোপ্তা হামলা করছে উল্লেখ করে তিনি বেলেন,  আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রোপাগান্ডা ব্যবহার করছে। বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগোপ্তা হামলা করা হয়েছে। বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। এর নমুনা আমরা গত দুতিন দিন ধরে দেখছি।

আওয়ামী লীগের আমলের লুটপাটের সমালোচনা করে রিজভী বলেন, জনগণ পোস্ট অফিস, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যে টাকা সঞ্চয় করে—সেই সব প্রতিষ্ঠানের কোষাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গোপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। পদ্মা সেতু, মেট্রোরেল, ফ্লাইওভারের নামে লাখ লাখ কোটি টাকা তারা পাচার করেছে । ১০০ টাকা নিয়েছে, ২ টাকা খরচ করেছে, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছে। আজ এটা প্রমাণিত।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: