ফাইল ছবি
অভ্যুত্থানে ঢাকার পর ভোলায় সবচেয়ে বেশি শহীদ হয়েছে উল্লেখ করে হাসনাত বলেন, সেই পরিবারগুলো যদি জানে রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছে, তারা সবাই আত্মহত্যা করবে। এর চেয়ে পরিতাপের আর কিছুই হতে পারে না। এ মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এমন দাবিও করেন তিনি।
রোববার (০২ নভেম্বর) দুপুরে, ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র জেলা সমন্বয় সভায় যোগ দেন হাসনাত। সভা শেষে বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে এনসিপি। এখন পর্যন্ত দলের সকল নীতি নির্ধারণ, জনগণের কাছ থেকেই এসেছে।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন; তাই ঘোষণাপত্রের বৈধতা দিতে তার প্রতি আহবান জানান হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, একটি পক্ষ চায় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করবে। রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেয়ার চেয়ে নদীতে ডুব দেয়া শ্রেয় বলেও মন্তব্য করেন হাসনাত।
এছাড়া সম্প্রতি বিজেপির নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানান ও দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































