
ছবি: আপন দেশ
রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে দলের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড় অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিকেল সোয়া ৫টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত পল্টনে বিক্ষোভ করছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা।
এর আগে একই দিন দুপুরে বেতন ভাতার দাবিতে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। দুপুর ১২টার দিকে কুড়িলের ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের প্রায় ৫০০ কর্মী বেতন ভাতার দাবিতে ওই সড়ক অবরোধ করেন। পরবর্তীতে প্রায় ৪ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে সড়ক ছেড়ে দেন পোশাক শ্রমিকরা।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।