Apan Desh | আপন দেশ

‘অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৩৯, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১০:৪২, ২৭ আগস্ট ২০২৫

‘অভ্যুত্থানসহ আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা কাজী নজরুল’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূলমন্ত্র কাজী নজরুল ইসলামের চেতনা। জুলাই গণঅভ্যুত্থানসহ জাতীয় আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণাও ছিলেন এ কবি।

বুধবার (২৭ আগস্ট) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, নজরুল ছিলেন মানবতার কবি, প্রেমের কবি এবং বিদ্রোহের কবি। প্রতিটি সময়ে তার গান ও কবিতা মানুষকে প্রেরণা জুগিয়েছে, রাজপথে নিয়ে এসেছে।

আরওপড়ুন<<>>ফজলুর রহমানের দলীয় পদ স্থগিত

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে ১৫ বছরের বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, আমরা তার কবিতা ও গান থেকে শক্তি নিয়ে স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। নজরুলের সাহসী উচ্চারণই আমাদের বুক চিতিয়ে প্রতিরোধ গড়ে তুলতে শিখিয়েছে।

এদিন ঢাবিতে জাতীয় কবির সমাধিস্থলে ফুল হাতে ভিড় করেন কবির ভক্ত-অনুরাগী, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা।
 
 আপন দেশ/এমএইচ
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়