Apan Desh | আপন দেশ

‘ঢাবিতে মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার অপচেষ্টা শিবিরের’

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫১, ৫ আগস্ট ২০২৫

‘ঢাবিতে মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার অপচেষ্টা শিবিরের’

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে স্বাধীনতাবিরোধী রাজাকারদের ছবি টাঙানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (০৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই ঘটনাকে মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও বাংলাদেশের স্বাধীনতার অবমাননা বলে উল্লেখ করেছেন।

নাছির উদ্দীন নাছির লিখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়েছে। এ বিশ্ববিদ্যালয়েই প্রথমবারের মতো বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়। অথচ সে পবিত্র মাটিতে আজ ছাত্রশিবির রাজাকার নিজামী, মুজাহিদ, গোলাম আযমসহ মুক্তিযুদ্ধকালীন গণহত্যার উস্কানিদাতা ও আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি প্রদর্শন করে জাতিকে অপমান করেছে।

তিনি ইসলামি ছাত্রশিবিরকে ‘একাত্তরের ঘৃণ্য ছাত্রসংঘ ও আল-বদর বাহিনীর উত্তরসূরী’ হিসেবে উল্লেখ করে বলেন, অতীতে তারা একজন আল-বদর কমান্ডারকে ডাকসুর ভিপি প্রার্থী করেছিল এবং তাদের দলীয় প্রকাশনায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য প্রকাশ করেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর ও প্রশাসন ছাত্রশিবিরকে প্রশ্রয় দিচ্ছেন। তাদের সম্মতি ও পৃষ্ঠপোষকতায় এ জঘন্য আয়োজন সম্ভব হয়েছে। এর মাধ্যমে তারা শুধু শিক্ষার্থীদের নয়, পুরো জাতির অনুভূতিতে আঘাত করেছে।

নাছির উদ্দীন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কর্মসূচির জন্য প্রক্টরের অনুমতি প্রয়োজন হয়। বিষয়বস্তু পর্যালোচনা করেই অনুমতি দেয়া হয়। তাই প্রক্টরের সম্মতি ছাড়া টিএসসির মতো কেন্দ্রীয় স্থানে এ আয়োজন সম্ভব নয়। আজকের ঘটনায় প্রক্টরের জবাবদিহি অপরিহার্য।

তিনি অতীতে ঘটে যাওয়া তোফাজ্জল ও সাম্য হত্যাকাণ্ড, শেখ হাসিনার গ্রাফিতি মোছা, এবং বিভিন্ন সহিংস ঘটনার উদাহরণ টেনে বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং মব ও গুপ্ত সংগঠনগুলোর প্রতি নীরব পৃষ্ঠপোষকতা বিদ্যমান। এতে শিক্ষার্থীরা হতাশ ও বিক্ষুব্ধ।

নাছির উদ্দীন আরও  লেখেন, শিবিরের এ কার্যকলাপ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে কলুষিত করার ঘৃণ্য অপচেষ্টা। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জুলাই ঘোষণাপত্র-নির্বাচনের ঘোষণাকে স্বাগত বিএনপির ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্রে ২৮ দফা পাঠ করলেন প্রধান উপদেষ্টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ, আহত ১০ গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন ৫ আগস্ট: রিজভী জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা জুলাই শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না ১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ: তারেক রহমান ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে দিব না: জামায়াত মানিক মিয়া অ্যাভিনিউতে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ, নিশ্ছিদ্র নিরাপত্তা সিলেটে ২০ আগস্ট থেকে ক্যাম্প শুরু ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গৃহবন্দীর নির্দেশ