Apan Desh | আপন দেশ

‘এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার’ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ২৩ জুলাই ২০২৫

‘এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে সরকার’ 

নুরুল হক নুর। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি সরকার পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

নুর বলেন, অন্তর্বর্তী সরকার এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। সব রাজনৈতিক দল সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র প্রতিবাদ করেছে। এনসিপির প্রতি এমন আচরণ বজায় থাকলে সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

আরওপড়ুন<<>>‘সংবিধানে নয়, বাস্তবে স্বাধীন নির্বাচন কমিশন চায় বিএনপি’

তিনি পতিত আওয়ামী লীগ যেকোনো ইস্যুতে গড়ে ওঠা আন্দোলনের সুযোগ নিয়ে অরাজকতা করতে পারে বলেও আশঙ্কা প্রখাশ করেন।

এ সময় গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, বিচার সংস্কার ও নির্বাচনের দায়িত্ব সরকারের ওপর। অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা দরকার। তাহলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে।

তিনি আরও বলেন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বানাতে হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করতে হবে। সঠিক সময়ে নির্বাচন ও সংস্কার নিয়েও ধোঁয়াশা দেখা দিয়েছে। এজন্য বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এসব দূর করতে সরকারকেই উদ্যোগী হতে হবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়