
অসুস্থ জামায়াতের আমীরকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির আমীর ড. শফিকুর রহমান। অসুস্থ অবস্থাতেও তিনি বক্তব্য শেষ করেন। পরবর্তীতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পরপরই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান তাকে দেখতে ইবনে সিনা হাসপাতালে যান। সেখানে শয্যাপাশে কিছু সময় অবস্থান করে তারা অসুস্থ জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
বিএনপি মহাসচিবের এ মানবিক উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে সৌজন্যের নতুন উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে সমাবেশে বিএনপির নেতাদের আমন্ত্রণ না জানানো, এমনকি বক্তাদের পক্ষ থেকে বিএনপিকে ইঙ্গিত করে সমালোচনার পরেও মির্জা ফখরুলের এ পদক্ষেপ ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
আরও পড়ুন>>>জামায়াতের আমীরকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল-ড. মঈন খান
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আলোচনার ঝড় তোলে। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও বিএনপির এ মানবিক আচরণকে ইতিবাচকভাবে দেখছেন নেটিজেনরা।
রেদওয়ানুল হক নামে একজন ফেসবুক পোস্টে লিখেছেন,
“জামায়াতের দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে হলেও আজকের সমাবেশটি ছিল কার্যত বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর উদ্দেশ্যে। এ সমাবেশে প্রায় সকল বক্তা বিএনপিকে ইঙ্গিত করে নানা বক্তব্য দিয়েছেন। তাছাড়া অধিকাংশ রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও বিএনপিকে দাওয়াত দেয়নি জামায়াত। এতকিছুর পরও অসুস্থ জামাত আমীরকে দেখতে কালবিলম্ব না করে হাসপাতালে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনা প্রমাণ করে বিএনপির বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও তারা শেখ হাসিনার মত ফ্যাসিবাদী মনোভাব লালন করে না। দীর্ঘ ১৭ বছর ধরে আমরা দেশে যে প্রতিহিংসা আর শিষ্টাচারহীন হিংস্র রাজনীতি দেখেছি এ ছবিটি তার বিপরীতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
রোহান রাজিব মন্তব্য করেন,
“রাজনৈতিক মতাদর্শে বিরোধ থাকতেই পারে, কিন্তু বিপদের মুহূর্তে এভাবে পাশে থাকা সত্যিই প্রশংসনীয়।”
মোহাম্মদ আসিফ নুর লিখেছেন,
“এটাই গণতন্ত্রের সৌন্দর্য—মতপার্থক্য থাকবে, কিন্তু মানবিকতা থাকতে হবে। ধন্যবাদ ফখরুল সাহেবকে।”
প্রিন্স ওসমান লিখেন,
“রাজনৈতিক সৌজন্যবোধ বলতেই তো এটিকে বোঝায়। ফখরুল সাহেব দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
এমনকি বিএনপি নেতা-কর্মীদের অনেককেও সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত আমীরের সুস্থতা কামনা করে পোস্ট করছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।