Apan Desh | আপন দেশ

‘ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:২৫, ১২ সেপ্টেম্বর ২০২৫

‘ডাকসু-জাকসু নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে’

ডা. এজেডএম জাহিদ হোসেন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে বাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এটি নিয়ে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবারে (১১ সেপ্টেম্বর) যে জাকসু নির্বাচন হয়েছে, সেখানে শুধু ছাত্রদলের কথা কেন বলেন- সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, এমনকি শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে।

আরওপড়ুন<<>>জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের

তিনি বলেন, আমার বক্তব্য থাকবে অত্যন্ত সুস্পষ্ট। দেশের মানুষ ২০০৯ এ ভোট দিতে পারেন নাই। ২০১৪-এ ভোটারবিহীন নির্বাচন হয়েছে, ২০১৮-এ দিনের ভোট রাতে হয়েছে, ২০২৪-এ আমি-ডামি নির্বাচন হয়েছে। কাজেই বাংলাদেশের মানুষ নির্বাচনি ব্যবস্থার প্রতি আস্থা রাখতে চায়।

নির্বাচন আয়োজনকারী সংশ্লিষ্টদের প্রতি আহবান রেখে বিএনপির এ নেতা বলেন, এমন কোনো নির্বাচন আয়োজন করা যাবে না, যা নিয়ে প্রশ্ন উঠবে বা মানুষ দ্বিধাগ্রস্ত হবে অথবা নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলগুলো সরে যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে শিবিরের দুই প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবার ভিপি ও জিএসসহ ১২টি সম্পাদকীয় পদের মধ্যে নয়টি জিতে নিয়েছে জামায়াতে ইসলামীর এ সহযোগী সংগঠনটি।

আর জাকসুতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে বিকেল সাড়ে ৩টার দিকে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। তাদের অভিযোগ, ভোটকেন্দ্র মনিটর করার জন্য জামায়াত নেতার কোম্পানি থেকে টেলিকাস্টসহ ভিডিও ক্যামেরা সাপ্লাই দিয়ে সিসি টিভির দায়িত্ব দেয়া হয়েছে। এর মাধ্যমে পুরো ভোটকেন্দ্র শিবিরকে মনিটর করার সুযোগ দেয়া হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়