Apan Desh | আপন দেশ

‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী-স্বার্থপর’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২৫

‘জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী-স্বার্থপর’

নুরুল হক নুর। ছবি সংগৃহীত

জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর।

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করে এ কথা বলেন তিনি।

ভিডিও শেয়ার দিয়ে নুরুল হক নুর লেখেন, জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর! যাদের জন্য আমরা অধিকার ফিরে পাই, মুক্ত হই তাদেরও ভুলে যাই!

ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছেন মাত্র ১৩৬ ভোট। সে প্রসঙ্গে কথা বলতে দেখা যায় হাবিবুর রহমান হাবিবকে।

আরওপড়ুন<<>>লন্ডনে তথ্য উপদেষ্টার ওপর হামলার চেষ্টা আ.লীগ নেতাকর্মীদের

নুরের শেয়ার করা ভিডিওতে হাবিব বলেন, যে ছেলে আমরণ অনশন করেছিল ডাকসু নির্বাচনের জন্য, একবার চিন্তা করুন তো যে ছেলের কারণে নির্বাচনে ভোট দিতে যাচ্ছি, তাকে এত বড় অসম্মানিত করব? ছাত্রদলের ভেতরে হাজার দোষ আছে, আপনি ভোট দিলেন না, আমার কোনো আপত্তি নাই।

কিন্তু যারা আন্দোলনে ছিল, যারা ভোটটা নিয়ে আসলো ফ্যাসিস্টের পতন ঘটিয়ে। যে ছেলেটা আমরণ অনশন করল, তাকে কেন আপনারা অবহেলা করলেন? এ প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবে? মিলাতে পারবে কেউ?

নুরের সে পোস্টে অনেকেই মন্তব্য করে নিজের মতামত জানিয়েছেন। কেউ লিখেছেন, বিন ইয়ামিন মোল্লা ভাই এর জন্য কষ্ট লাগল। আরও বেশি ভোট পাইতে পারত। কাউকে আলাদা করে দেখার সুযোগ নাই।

কেউ লিখেছেন, ইয়ামিন মোল্লা তার ত্যাগ এবং বিসর্জন অনুযায়ী ডাকসু নির্বাচনে মূল্যায়িত হয়নি। কারো মতে, জুলাইতে যুদ্ধ করেছে সবাই।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়