Apan Desh | আপন দেশ

জাতীয় পার্টিসহ আরও ১৪ দল নিষিদ্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৭, ১১ মে ২০২৫

আপডেট: ১৮:০৯, ১১ মে ২০২৫

জাতীয় পার্টিসহ আরও ১৪ দল নিষিদ্ধের দাবি

ছবি: সংগৃহীত

গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের বাকি ১৩ দল ও জাতীয় পার্টিকে (জাপা) নিষিদ্ধের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ।

রোববার (১১ মে) নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ এ দাবি জানান।

আরওপড়ুন<<>>‘নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই’

ফেসবুকে তিনি লিখেন, আওয়ামী লীগের জোট সঙ্গী ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধের গণঅধিকার পরিষদের। এছাড়া জিএম কাদেরসহ জাপার শীর্ষ নেতাদের গ্রেফতারের দাবিও সংগঠনটির।

উল্লেখ্য, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে শনিবার (১০ মে) রাতে গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়