Apan Desh | আপন দেশ

‘নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৯, ১১ মে ২০২৫

আপডেট: ১৭:৫৩, ১১ মে ২০২৫

‘নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই’

এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম। ফাইল ছবি

নতুন সংবিধান প্রণয়ন ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলার কোনো প্রয়োজন নেই। বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম।

রোববার (১১ মে) রাজধানীর কাকরাইলে মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিগত সময়ের সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধানের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক স্থাপন করা সম্ভব।

এনসিপি আহবায়ক বলেন, ক্ষমতার ভারসাম্য ও বিকেন্দ্রীকরণের মতো মৌলিক বিষয়ে ঐকমত্য গড়তে হবে। না হলে অন্যান্য বিষয়ে ঐকমত্য তৈরি করে গণতান্ত্রিক ধারা সচল হবে না।

আরওপড়ুন<<>>‘আ. লীগ নিষিদ্ধে আনন্দিত বিএনপি’

একব্যক্তির ইচ্ছামাফিক সংবিধান সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এতো বড় গণঅভ্যুত্থানের পরও সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে আমরা একমত হতে পারছি না। এটি দুঃখজনক।

নাহিদ বলেন, ’৭৫-পরবর্তী ৭২ এর সংবিধান ফেলে দিয়ে নতুন যাত্রা শুরু হতে পারতো। কিন্তু তা হয়নি। নতুন সংবিধান তৈরি করতে না পারলে নতুন বাংলাদেশ বলা যাবে না।

ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে শুধু সংবিধান নয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংস্কারও করতে হবে বলেও জানান তিনি। সংবিধানের মূলনীতি দলীয় মূলনীতির বাইরে বের করতে হবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতা।

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ প্রসঙ্গে নাহিদ বলেন, বিচার কার্যক্রমের একটি অংশ ইতোমধ্যে এগিয়েছে। এখন প্রয়োজন বিচারিক রোডম্যাপকে স্পষ্টভাবে উপস্থাপন করা। এতে জনগণের মধ্যে আস্থা জন্মাবে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়