
ফাইল ছবি
আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধসহ তিন দাবিতে রাজধানীর শাহবাগে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১০ মে) বিকেল ৩টা থেকে এ গণজমায়েত শুরু হবে।
শুক্রবার (০৯ মে) রাত ১১টার দিকে শাহবাগে সংবাদ সম্মেলন থেকে নতুন এ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমাদের তিন দফা দাবি ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধসহ এসব দাবিতে এখন পর্যন্ত ২৫ ঘণ্টা হতে চলল। এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের শাহবাগের অবস্থান কোনো দলের না এটা জুলাই জনতার। আওয়ামী লীগের সময়ে যারা জুলুমের শিকার, পিলখানার হত্যাযজ্ঞ, শাপলা হত্যাযজ্ঞ, খুনসহ সব নির্যাতনের শিকার হওয়াদের নিয়ে সম্মিলিত আন্দোলনের মধ্য দিয়ে গণজমায়েত হবে।
আরও পড়ুন<<>> দ্রুত সিদ্ধান্ত না আসলে সারা দেশ থেকে ঢাকা মার্চ: নাহিদ ইসলাম
এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক বলেন, শনিবার বিকেল ৩টায় শাহবাগে এ গণজমায়েত হবে। পাশাপাশি জুলাই আন্দোলনের সময় যেসব পয়েন্টে গণজমায়েত ছিল আগামীকালও সেসব পয়েন্টে গণজমায়েত হবে। আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে যারা এ দেশ বর্গা নিয়ে শাসন করেছে তাদের বিরুদ্ধে।
তিন দফা দাবি
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২.আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩.জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।