Apan Desh | আপন দেশ

বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:১১, ২৯ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:১২, ২৯ অক্টোবর ২০২৪

বাসায় জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, দগ্ধ ৩

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর শ্যামপুরে একটি বাসায় জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (২৮ অক্টোবর) রাত আড়াইটার দিকে শ্যামপুর সাততলা নীল বিল্ডিং নামে পরিচিত ভবনে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, তুষার (৪০), জামাল (২৫) ও জামিল (২৪)।

দগ্ধ তুষারের ভাই মো. দিপু জানান, ওই ভবনের সপ্তম তলায় থাকে তুষার। আর ষষ্ঠ তলায় থাকে জামাল। আর জামিল থাকে জুরাইন বাগানবাড়ি এলাকায়।

তিনি জানান, গতরাতে সপ্তম তলায় তুষারের বাসায় গিয়েছিলে জামাল এবং জামিল। সেখানে তারা আড্ডা দিচ্ছিল। পরে সেখানে মধ্যরাতে বিস্ফোরণ হয়। এতে তাদের তিনজনের শরীর দগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

পরবর্তীতে দুর্ঘটনার খবর শুনে তিনি হাসপাতালে গিয়ে তাদের দেখতে পান। ধারণা করা হচ্ছে, রুমে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে এবং তারা দগ্ধ হয়েছে।
জামিলের বাবা ইকবাল হোসেন জানান, তাদের বাসা জুরাইন বাগানবাড়ি এলাকায়। সোমবার বাসা থেকে বের হয়েছিল সে। যে বাসায় দুর্ঘটনা সেখানে এর আগেও মাঝেমধ্যেই যেত সে। তবে গতরাতে কীভাবে দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, তুষারের শরীরের শতভাগ পুড়ে গেছে। জামিলের ৫৫ শতাংশ এবং জামালের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়