ছবি: আপন দেশ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৮১১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (২৬ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) রাজধানীজুড়ে পরিচালিত অভিযানে এসব মামলা করা হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১০৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ছিল ৩টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেল।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১১৬টি মামলা হয়েছে। এতে ৮টি বাস, ১টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেল অন্তর্ভুক্ত।
ট্রাফিক-মতিঝিল বিভাগে করা হয়েছে ২৪২টি মামলা। এসব মামলার মধ্যে ছিল ৭টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫১টি সিএনজি ও ১৩৪টি মোটরসাইকেল।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ৯৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি বাস, ৯টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেল।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৭৮টি মামলা হয়েছে। এতে ছিল ৩টি বাস, ৯টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেল।
আরও পড়ুন <<>> সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল-এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র
সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ৭৩৪টি মামলা করা হয়। এর মধ্যে ১টি বাস, ৯টি ট্রাক, ৩২টি কাভার্ডভ্যান, ৭৩টি সিএনজি ও ৫৪১টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ১৮৪টি মামলা হয়েছে। এতে ছিল ১০টি বাস, ৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেল।
ট্রাফিক-গুলশান বিভাগে করা হয়েছে ১৫৫টি মামলা। এর মধ্যে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৮০টি মোটরসাইকেল রয়েছে।
এছাড়া অভিযানে ৪১৯টি যানবাহন ডাম্পিং এবং ১২২টি যানবাহন রেকার করা হয়েছে।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা ও যানজট কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































