Apan Desh | আপন দেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৮, ২২ ডিসেম্বর ২০২৫

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভিসা সেবা স্থগিত

সংগৃহীত ছবি

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের ভিসা ও কনসুলার সেবা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।

সম্প্রতি দিল্লিতে বাংলাদেশ মিশনের সামনে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়ায় কর্তৃপক্ষ এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে এখন থেকে দিল্লিতে আর কোনো ভিসা বা পাসপোর্ট সংক্রান্ত সেবা পাওয়া যাবে না।

আরও পড়ুন>>>বাংলাদেশ-ভারতের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর আহবান রাশিয়ার

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ২০-২৫ জনের একটি দল। তারা সেখানে প্রায় ২০ মিনিট অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেয়।

এ ঘটনা নিয়ে গতকাল রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছিলেন, দিল্লিতে কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান খুবই নিরাপদ স্থানে, সেখানে হিন্দু চরমপন্থীরা ওই এলাকার মধ‍্যে আসতে পারবে কেন? তাহলে তাদের আসতে দেয়া হয়েছে, এমন ঘটনা প্রত‍্যশিত নয়।

এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে, হুমকি অনুভব করছে বলেও জানান তৌহিদ হোসেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়