ছবি: আপন দেশ
পুরান ঢাকার ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করেছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দফতর বলছে, ঘটনাস্থল থেকে প্রথমে কেউ কেউ বলেছিল বাসাবাড়িতে আগুন লেগেছে। তবে জানা গেছে, অগ্নিকাণ্ড হয়েছে প্লাস্টিক কারখানায়।
আরও পড়ুন<<>>প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, বেলা দেড়টার দিকে ইসলামবাগ চেয়ারম্যান ঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে চারটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরও সাত ইউনিট যুক্ত করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































