Apan Desh | আপন দেশ

‘ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোট’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৪, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:২৭, ২ ডিসেম্বর ২০২৫

‘ফেব্রুয়ারির ৮ থেকে ১২ তারিখের মধ্যে ভোট’

ছবি: আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে। এ নির্বাচনের সঙ্গেই গণভোটও হবে। নির্বাচন কমিশন জানিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে এ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ৮ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি থেকে এক দুদিন পরে কিংবা ১২ ফেব্রুয়ারি থেকে এক দুদিন আগেও হতে পারে। অর্থাৎ মাঝামাঝি কোনো সময় হতে পারে।

আরও পড়ুন>>>‘বাংলাদেশে দুর্নীতিবাজদের ঠাঁই হবে নেই’

ফেব্রুয়ারির ৮ তারিখ (রোববার) ও ফেব্রুয়ারি ১২ তারিখ (বৃহস্পতিবার)। সে হিসেবে মঙ্গলবারের দিকে সংসদ নির্বাচন হতে পারে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে তফসিল আগামী সপ্তাহের রোববার (০৭ ডিসেম্বর) ভোট নিয়ে কমিশন সভা অনুষ্ঠিত হবে। সেখানেই সব তারিখ নির্ধারণ করা হবে। এক্ষেত্রে দু-তিন দিন সময় রেখে বা বৃহস্পতিবারের দিকে (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে পারে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, যেহেতু গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে, তাই গোপন কক্ষের সংখ্যা বাড়ানোর কথা ভাবা হচ্ছে। আবার ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে নয় ঘণ্টা করা হতে পারে। এজন্য সকাল-বিকেলে দুই দিকেই সময় বাড়ানোর কথা ভাবা হচ্ছে। এখন সকাল ৮ থেকে ভোট শুরু হয়, সেটা সাড়ে সাতটা হতে পারে। আবার বিকেল ৪টা পর্যন্ত ভোট হয়, সেটা সাড়ে চারটা করার কথা ভাবা হচ্ছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়