Apan Desh | আপন দেশ

‘জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০২, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১২:০৩, ২৫ নভেম্বর ২০২৫

‘জাতিকে একটি সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে চাই’

ছবি : আপন দেশ

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার অঙ্গিকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  

মঙ্গলবার (২৫ নভেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্য নিয়ে পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী বক্তব্যে এ এম এম নাসির উদ্দিন জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন,  অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে কমিশন সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের এজেন্ডা একটাই, একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব। ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে বলে জানান তিনি।

সিইসি বলেন, নির্বাচন যেন পর্যবেক্ষক সংস্থার চোখ দিয়ে দেখা যায়, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ভোট নিয়ে কোনো জটিলতা হলে জানাবেন। সে সঙ্গে মাঠ পর্যায়ের প্রকৃত চিত্র আমাদের কাছে তুলে ধরবেন।

আরও পড়ুন<<>>নির্বাচন-গণভোট একসঙ্গে হলে ব্যয় বাড়বে: অর্থ উপদেষ্টা

নির্বাচন পর্যবেক্ষণে নিরপেক্ষতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তিনি আরও স্পষ্ট করেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক সংস্থায় অন্তর্ভুক্ত করা যাবে না।

তিনি সকল অংশীজনকে নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইসির এজেন্ডা একটাই—জাতিকে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য ভোট উপহার দেয়া।

সিইসি বলেন, যারা নতুন পর্যবেক্ষক সংস্থা, তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে হবে। পর্যবেক্ষণের জন্য যাদের নিয়োগ দেয়া হবে, তারা যেন রাজনীতি ও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকেন, সে বিষয়ে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়