Apan Desh | আপন দেশ

একদিনে ১৬৪৯ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪১, ১৮ নভেম্বর ২০২৫

একদিনে ১৬৪৯ জন গ্রেফতার

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় (একদিনে) এক হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, গান পাউডার ও ককটেল।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পুলিশ সদর দফতরের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়- গত ২৪ ঘণ্টায় ১০টি আগ্নেয়াস্ত্র, সাড়ে ৩০ কেজি গান পাউডার, গোলাবারুদ ও ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে এক হাজার ৬৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আর সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেয়া হয়েছে ৫ বছরের কারাদণ্ড।

এ রায় ঘিরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় নাশকতার ঘটনা ঘটে। গত এক সপ্তাহে সারাদেশে ৪০টির বেশি যানবাহনে আগুন দেয়া হয়। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণও ঘটানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়