ফাইল ছবি
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিষয়ে বিচারের রায় হয়েছে, শাস্তি হয়েছে। ভারতের সঙ্গে আমাদের প্রত্যার্পন চুক্তি আছে। এ চুক্তির আওতায় আমরা তাদের ফেরত চাইব বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রত্যার্পন চুক্তি অনুযায়ী বাধ্যবাধকতা আছে কি-না জানতে এমন প্রশ্নে তিনি বলেন, আইনি বিষয়ে আমি মন্তব্য করতে পারব না। আমি যেটা বুঝি যে তাদের ফেরত আনতে হবে। আদালত শাস্তি দিয়েছে, সেজন্য আমরা আনুষ্ঠানিকভাবে ভারতকে জানাব।
ভারতের জবাব না পেলে করণীয় কি আছে জানতে চাইলে তিনি বলেন, স্পেকেলেকুশনের জবাব আমার কাছে পাবেন না।
ফিরিয়ে আনার সম্ভাবনা কতখানি জানতে চাইলে তিনি বলেন, আমি এটা নিয়ে এসেস করব না, কারণ আমি আইনের মানুষ না। বিভিন্ন আইনেই ফাঁক থাকে, সেটা কীভাবে পূরণ করতে হয় আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজেই এ প্রশ্নগুলো আইন নিয়ে যারা কাজ করেন তাদের করতে হবে। আমি শুধু এইটুকু বলতে পারি যে, আমরা চিঠি দেবো তাদের ফেরত দেয়ার জন্য।
উপদেষ্টা বলেন, দুই জনকে সাজা দেয়া হয়েছে, আমার দুই জনকেই ফেরত চাইতে হবে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরে প্রত্যার্পন নিয়ে আলোচনা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমি উনার এজেন্ডায় হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় তাহলে অবশ্যই উনি তুলতে পারেন। আমরা আমাদের অফিশিয়াল চ্যানেলেই যাব।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































