Apan Desh | আপন দেশ

ইইডির প্রধান হলেন তারেক আনোয়ার জাহেদী, সেফ এক্সিট পেলেন আলতাফ!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:৩২, ২৭ অক্টোবর ২০২৫

ইইডির প্রধান হলেন তারেক আনোয়ার জাহেদী, সেফ এক্সিট পেলেন আলতাফ!

ফাইল ছবি

শিক্ষাপ্রকৌশল অধিদফতরের প্রধান হলেন প্রকৌশলী তারেক আনোয়ার জাহেদী। আর সেফ এক্সিট পেলেন এ পদে থাকা বিতর্কিত প্রকৌশলী আলতাফ হোসেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত পত্রে উল্লেখ করা হয়, শিক্ষা প্রকৌশল অধিদফতরের রংপুর সার্কেলের তত্বাবধায়ক তারেক আনোয়ার জাহেদীকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদে উন্নিত করা হলো। একইসঙ্গে তিনি প্রধান প্রকৌশলীর (চলতি) দায়িত্ব পালন করবেন। অবিলম্বে কার্যকর হবে।

উপসচিব মনিরা হক সাক্ষরিত পত্রে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রধান প্রকৌশলীর দায়িত্ব পালনকারী আলতাফ হোসেনকে অধিদফতরের রাজশাহী সার্কেলের দায়িত্ব দেয়া হলো।

গত ১৯ জানুয়ারি মোহাম্মদ আলতাফ হোসেনকে ওই পদে দায়িত্ব দেয়া হয়েছি। পাঁচজনকে ডিঙ্গি দায়িত্ব পাওয়া আলতাফ হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। তার আমলে অবৈধভাবে ঠিকাদারকে আগাম বিল প্রদানের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন<<>> আওয়ামী-আলতাফ সিন্ডিকেটে বন্দি শিক্ষা প্রকৌশল!

প্রধান প্রকৌশীর দায়িত্বে থাকাকালে আলতাফের ক্যাশিয়ারখ্যাত আসাদুজ্জামানের নেতৃত্বে পলাতক ঠিকাদারকে কোটি টাকা বিল দেয়া হয়েছে। দুর্নীতির কারণে ঠিকাদারের ব্যাংক হিসাব জব্দ থাকলেও নতুন হিসাব খুলে সরকারি টাকা ঢেলে দেয়া হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরে এমন বহুবিদ অপকর্ম সাধন করেছেনে আলতাফ হোসেনচক্র। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি। নতুন কর্মস্থল দেয়ায় তার সেফ এক্সিট হলো বলে প্রকৌশলীদের মন্তব্য।

আরও পড়ুন<<>> ছয় সিনিয়র ডিঙ্গিয়ে ইইডির প্রধান হলেন প্রকৌশলী আলতাফ

শিক্ষা প্রকৌশল অধিদফতর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহের কাজ করে থাকে। এ ছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট-সংযোগ, আইসিটি-সুবিধা সরবরাহের কাজও তারা করে থাকে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা