
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৮ নভেম্বর প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত নির্দেশনা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
চিঠি অনুযায়ী, ১ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত সময়ে যে কেউ দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করতে পারবেন। এসব আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই ও নিষ্পত্তি করা হবে ১৭ নভেম্বর। সবশেষে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১,২৩০ জন। উল্লেখযোগ্য বিষয় হলো, পূর্ববর্তী তালিকার তুলনায় এবার নারী ভোটারের সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে, যা নারী অংশগ্রহণের ইতিবাচক দিক নির্দেশ করে।
আরও পড়ুন<<>>ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
ভোটার তালিকা নির্বাচন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন অপরিহার্য। এজন্য নির্বাচন কমিশন দাবি-আপত্তির সুযোগ রেখেছে, যাতে কোনো ভোটার বাদ না পড়ে বা একাধিকবার অন্তর্ভুক্ত না হয়।
হালনাগাদ এ তালিকা শুধু নির্বাচনে ভোট প্রদানের ক্ষেত্রেই নয়, বিভিন্ন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রমেও সহায়ক হবে। কারণ, এটি দেশের প্রাপ্তবয়স্ক নাগরিকদের একটি নির্ভরযোগ্য ডাটাবেস হিসেবে কাজ করে।
সব মিলিয়ে বলা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রকাশ একটি বড় অগ্রগতি। এখন নাগরিকদের দায়িত্ব হলো তালিকায় নিজের নাম ও তথ্য যাচাই করা এবং প্রয়োজনে সংশোধনের আবেদন করা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।