
ছবি: আপন দেশ
জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তাকে রাতে দেখতে এসে ঢাকা মেডিকেলে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে এসে এসে অবরুদ্ধ হন তিনি।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া না হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।
এসময় নেতাকর্মীরা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের মারতে মারতে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে আল রাজী কমপ্লেক্সের সামনে নিয়ে যায়। সেখানে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে মেরে রক্তাক্ত করেছে। তারা কোনো কথাই শোনেনি। যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে গ্রেফতার করা না পর্যন্ত হাসপাতালে উপদেষ্টা আসিফ নজরুল অবরুদ্ধ থাকবেন। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এর আগে রাত পৌনে ১১টায় আহত নুরুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এ ঘটনায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।
এদিন বিকেলে সমাবেশ করে গণঅধিকার পরিষদ (জিওপি)। পরে মিছিল নিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের দিকে গেলে আগে থেকে অবস্থান নেয়া জাপা নেতাকর্মীরা তাতে হামলা করে। ওই দফায় জিওপির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কয়েকজন আহত হন। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।