
সংগৃহীত ছবি
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে এক বিদেশি নাগরিকের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। এরপর তিনি স্টেশনে হাঁটু গেড়ে বসে আর্তনাদ করতে থাকেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই বিদেশি নাগরিক তাদের কাছে কোনো অভিযোগ করেননি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। একই সঙ্গে মোবাইল ফোনটি উদ্ধার ও ছিনতাইকারীকে আটকেরও চেষ্টা চলছে।
আরও পড়ুন>>>দুদকেও দুর্নীতি আছে: আবদুল মোমেন
ঢাকা রেলওয়ে পুলিশের ওসি জয়নাল আবেদীন জানান, তিনি ভিডিওটি দেখেছেন। ঘটনাটি শনিবারের হতে পারে। ছিনতাইকারীকে শনাক্ত করতে বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। ফুটেজ দেখে ছিনতাইকারীকে আটক করে মোবাইল ফোনটি উদ্ধার করা হবে।
ভিডিওতে দেখা যায়, ওই বিদেশি নাগরিক স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসে ট্রেনের ছাদে থাকা কিছু মানুষের উদ্দেশে কিছু বলছেন। এসময় তার চারপাশে অনেক মানুষ জড়ো হয়েছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।