
ড. মুহাম্মদ ইউনূস-ডা. শফিকুর রহমান
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর দুই সদস্যের প্রতিনিধি দল।
শনিবার (২৪ মে) রাত ৮টার কিছু পরে প্রতিনিধি দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। জামায়াতের প্রতিনিধি দলে রয়েছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান ও নায়েবে আমীর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
আরওপড়ুন<<>>প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল
এর আগে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এরপর জামায়েতের প্রতিনিধি দলটি যমুনায় প্রবেশ করে।
এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।