Apan Desh | আপন দেশ

বোনের বাড়ি ধর্ষণের শিকার শিশুকে নেয়া হলো সিএমএইচে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৬, ৮ মার্চ ২০২৫

বোনের বাড়ি ধর্ষণের শিকার শিশুকে নেয়া হলো সিএমএইচে

মাগুরায় ধর্ষণের শিকার শিশুকে সিএমএইচে নেয়া হলো

মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুকে চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (০৮ মার্চ) বিকেল ৫টার দিকে আইসিইউ অ্যাম্বুলেন্স করে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভুক্তভোগী শিশুটি প্রথম থেকেই ক্রিটিক্যাল ছিল। ঢামেকে তার চিকিৎসা চলছিল। কিন্তু অতিরিক্ত অ্যাটেনডেন্সের কারণে অন্য রোগীদের সমস্যা হচ্ছিল। অ্যাটেনডেন্সরা বারবার চিকিৎসকদের বিরক্ত করছিল। সবকিছু বিবেচনা করে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে এদিন সকালে তিনি জানিয়েছিলেন, শিশুটির চিকিৎসার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তার চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। ভুক্তভোগী শিশুর গলাসহ শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তবে গলায় আঘাত বেশি। 

বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শুক্রবার (০৭ মার্চ) রাতে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়।

আরওপড়ুন<<>>বোনের বাড়িতে শিশু ধর্ষণের ঘটনায় সব আসামি গ্রেফতার

শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার (০৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে,ওই ঘটনায় শিশুটির মা বাদী হযে চারজনের নামে মাগুরা সদর থানায় মামলা করেন। বিষয়টি নিশ্চত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান,
মামলায় শিশুটির ভগ্নিপতি সজিব হোসেন, তার বাবা হিটু মিয়া, ভাই রাতুল শেখ ও মা জাবেদা বেগমকে আসামি করা হয়েছে। তাদের চারজনকেই গ্রেফতার করা হয়েছে। 

মেয়েটির মা সাংবাদিকদের জানান, তার মেয়ের এখনও জ্ঞান ফেরে নাই। ঘটনার সময় ওই বাড়িতে মেয়ে একাই ছিল। এ কারণে কে তাকে ধর্ষণ করেছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারছেন না। তবে এ ঘটনায় তিনি ৪ জনের নামে মামলা করেছেন। পুলিশ তাদের গ্রেফতারও করেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপন দেশ/এমএস
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়