Apan Desh | আপন দেশ

অভিযানের মধ্যে চলছে বিশেষ অভিযান ‘ব্লক রেইড’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

অভিযানের মধ্যে চলছে বিশেষ অভিযান ‘ব্লক রেইড’

ছবি সংগৃহীত

সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এর অংশ হিসেবে এবার রাজধানীতে বিশেষ ‘ব্লক রেইড’ পরিচালনা করেছে পুলিশ। তারা বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতারও করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে তাদের গ্রেফতার করে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন<<>> র‍্যাব বিলুপ্তির বিষয়ে সিদ্ধান্ত সবাই মিলে নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন।

এরা হলেন- মো. আরিফ (১৯), জুম্মান (২৪), মো. আবু বক্কর (২০), রবিন (২২), মো. আলমগীর হোসেন (৪৯), মো. আকতার হোসেন (৩৪), মো. আল আমিন (২২), মো. তুহিন (২৪), লাভলু (৩০), মো. ইসমাইল (৩৪), মো. শরীফ (২০), উৎপল চন্দ্র দাস (৩০), সাকির (২০), ইসমাইল (২৮),সজল (২২) ও সোহেল (৩২)।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়