Apan Desh | আপন দেশ

এনিগমা: দেশীয় সংস্কৃতির অঙ্গনে নতুন ওটিটি

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ২১:৩৯, ৩০ নভেম্বর ২০২৪

আপডেট: ১৪:৫৩, ৫ ডিসেম্বর ২০২৪

এনিগমা: দেশীয় সংস্কৃতির অঙ্গনে নতুন ওটিটি

ছবি: আপন দেশ

প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বিনোদনের জগতে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে এনিগমা দোয়েল টেলিভিশন। আগামী ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে এ নতুন ওটিটি প্ল্যাটফর্মটি। এ উপলক্ষে ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে আয়োজন করা হয় একটি সেমিনার। যার শিরোনাম ছিল ‘লেটস টক’।

শনিবার (৩০ নভেম্বর) ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত হয় এ সেমিনার।

সেমিনারে বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু। 

তিনি বলেন, বর্তমান ওটিটি চ্যানেলগুলোর অধিক বাণিজ্যিকীকরণের কারণে দর্শকদের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তাই এনিগমা দোয়েল-এর লক্ষ্য আন্তর্জাতিক মানের ও সৃজনশীল অনুষ্ঠান তৈরি করে এ খাতে পরিবর্তন আনা।

এনিগমা টিভি ২৫ বছরের নিচে বয়সী তরুণদের লক্ষ্য করে নিজেদের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচার পরিকল্পনা করেছে। এ প্ল্যাটফর্মটি সারাদেশের ৩০ হাজার স্কুলের ৬ কোটি শিক্ষার্থীর চিন্তা ও চেতনাকে গুরুত্ব দিয়ে তাদের জন্য মানসম্পন্ন কনটেন্ট তৈরি করবে।

ফাহমিদুল ইসলাম শান্তনু বলেন, আমরা বাণিজ্যিক লাভের জন্য নয়। বরং দেশীয় সংস্কৃতি ও বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি দিতে এসেছি। আমাদের লক্ষ্য প্রতিদিন একধাপ করে সফলতার দিকে এগিয়ে যাওয়া।

এনিগমা টিভি অনুষ্ঠানের কনটেন্ট প্রচার ও কেনার ক্ষেত্রে কোয়ালিটির সাথে আপোষ না করার প্রতিশ্রুতি দিয়েছে। সব ধরনের অনুষ্ঠান, যেমন পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নির্মাণে গুণগতমান বজায় রাখবে।

সেমিনারে বক্তব্য রাখেন মোশন মানিষাক আতিকুর রহমান, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজিব, তানভীর আল হোসেন, মাসরুর চৌধুরী, ফারহানা আখতার, সাংবাদিক আহমেদ তেপান্তর, মোস্তফা মতিহার, এএইচ মুরাদ, আসলাম অরণ্য, নাসির উদ্দিন সুমন, আব্দুল মুমিত ও ড. ইসলাম শফিকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা